দূরপাল্লার রাডার ব্যবস্থার সফল পরীক্ষা করল ইরান

দূরপাল্লার রাডার ব্যবস্থার সফল পরীক্ষা করল ইরান

 

মঙ্গলবার এ রাডার ব্যবস্থার প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। পরে এ নতুন এ রাডার ব্যবস্থাকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি এ সময় উপস্থিত ছিলেন। 

ডেপুটি কমান্ডার এবং এ ঘাঁটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম জানান, এই প্রথম নয়া রাডার ব্যবস্থা থেকে পাওয়া তথ্য ইরানের রাডার প্রতিরক্ষা ব্যবস্থার কাজে লাগানো গেছে। 

রাডার ফাঁকি দিতে সক্ষম লক্ষ্যবস্তুসহ ব্যালিস্টিক, সেমি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ণয় করতে পারে নতুন এ রাডার ব্যবস্থা। শাহরাম বলেন, ইরানের সীমান্তের বাইরে অনেক দূরে অবস্থিত সম্ভাব্য হুমকিও শনাক্ত করতে পারে এ ব্যবস্থা। গত কয়েক বছরে ইরান নতুন নতুন রাডার ব্যবস্থা নির্মাণ এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো ব্যবহারও করেছে বলে জানান তিনি।

নতুন কমেন্ট যুক্ত করুন