সউদী সরকার কি মহানবী (সা:) এর রওজা মুবারক স্থানান্তর করতে চায় বক্তব্য চাই : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

সউদী সরকার কি মহানবী (সা:) এর রওজা মুবারক স্থানান্তর করতে চায় বক্তব্য চাই : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

সউদী সরকার কি মহানবী (সা:) এর রওজা মুবারক স্থানান্তর করতে চায় বক্তব্য চাই : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

মহানবী, সউদী, রওজা,
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন, সিনিয়ার সহ-সভাপতি আলহাজ মাওলানা কবি রূহুল আমীন খান ও মহাসচিব আলহাজ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ বা রওজা মুবারক মসজিদে নববী থেকে অপসারণ করে তা জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে যাওয়ার যে খবরটি লন্ডনের ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইলের বরাতে প্রকাশিত হয়েছে তা পাঠ করে আমরা দারুনভাবে উদ্বিগ্ন, উৎকন্ঠিত ও বিচলিত। নিঃসন্দেহে এ খবর বিশ্বমুসলিম তথা মুসলিম উম্মাকেও উৎকন্ঠিত ও বিচলিত করে তুলবে এবং এ নিয়ে সউদী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত বিশ্বময় উদ্বেগ, উৎকন্ঠা, গুজব ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহৎতম সৃষ্টি আল্লাহর পেয়ারে হাবিবকে নিজের প্রাণের চেয়েও অধিক মোহাব্বত করা ঈমানের দাবী এবং মুসলমান মাত্রই তাই করে থাকেন। এমনকি তাঁর চুল-মুবারাক, দাড়ি-মুবারাক ইত্যাদি যে যে স্থানে সংরক্ষিত আছে তাও সীমাহীন আবেগ, মোহাব্বত ও আদবের সাথে জিয়ারাত করে ধন্য হয়। তিনি জিন্দানবী, হায়তুন্নবী চাক্ষুস দুনিয়া থেকে বিদায় নেয়ার পর যে মাটিতে তাঁর শেষ শয়ন সেই কবর, সেই মাটি ও সেই স্থানটুকুও সুনির্ধারিত, এর সমর্থনে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে এবং বিজ্ঞ মুসলমানগণ তা অবহিতও আছে। তাঁর রওজা, কবর ও কবরস্থিত তাঁর দেহ মুবারাক নিয়ে অনেক ঐতিহাসিক ঘটনাও রয়েছে। এর ফজিলত, মর্যাদা, মর্তবা অপরিসীম, তাই কোন মুসলমান তা অপসারণের বা স্থানান্তরের বিষয় চিন্তাও করতে পারে না, ব্যাপারটি ঈমানদার মুসলমানদের কাছে সবচেয়ে বেশি স্পর্শকাতর। সুতরাং এ খবরের সত্যিকারের ভিত্তি কি? এ ব্যাপারে সউদী সরকারের চিন্তা-ভাবনা, পরিকল্পনা কি? তাদের ভাষ্য বক্তব্য কি? তা জানার জন্য বিশ্ব মুসলিম উদ্গ্রিব।
যেহেতু মহামান্য সউদী বাদশা হারামাইন শরীফাইন তথা মক্কা শরীফ ও মদীনা শরীফের দুই হারামের খাদেম ও তত্ত্বাবধায়ক আর এ দুটি স্থান প্রতিটি মুসলমানের অত্যন্ত আপন এর সাথে তাদের, তাদের ঈমান-আকিদা, অনুভূতি ওঁতপ্রতোভাবে জড়িত। তাই অবিলম্বে সউদী সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন সুস্পষ্ট বক্তব্য আসা অতি জরুরি বলে আমরা মনে করি। এদিকে, পবিত্র হজ সমাগত, তাই আমাদের জোর আবেদন অচিরেই এ ব্যাপারে সউদী সরকারের অবস্থান ও ভাষ্য প্রচার করা হোক।
সূত্রঃ দৈনিক ইনকিলাব

 

নতুন কমেন্ট যুক্ত করুন