কাবা শরীফকে এ পর্যন্ত কতবার পূণনির্মাণ করা হয়েছে?
কাবা শরীফকে এ পর্যন্ত কতবার পূণনির্মাণ করা হয়েছে?
কাবা শরীফ তৈরী করার পর থেকে ১২ বার পূণনির্মাণ করা হয়েছে।
১- হজরত আদম (আ.) এর পূর্বে হজরত জিব্রাইল এবং ফেরেস্তাদের মাধ্যমে তৈরী করা হয়।
২- হজরত আদম (আ.)মাধ্যমে তৈরী করা হয়।
৩- হজরত নূহ (আ.) এর যুগে প্লাবণের পরে হজরত শীশ (আ.) এর মাধ্যমে তৈরী করা হয়।
৪- হজরত ইব্রাহিম (আ.) এর যুগে।
৫- বণি জুরহুম নামক গোত্রের মাধ্যমে সংস্কারের কাজ করা হয়।
৬- আমালেক্বে সরকারের যুগে সংস্কারের কাজ করা হয়।
৭- রাসুল (সা.) এর চতুর্থতম পূর্বপুরুষ কুশাই বিন কালাব এর যুগে বন্যায় খারাপ হয়ে যাওয়ার কারণে সংস্কারের কাজ করা হয়।
৮- বেসাতের পূর্বে জাহেলিয়াতের যুগে যখন হাজরে আসওয়াদ স্থাপনের সময় কুরাইশদের মাধ্যমে সংস্কারের কাজ করা হয়।
৯- হজরত ওমর ও ওসমানের যুগে সংস্কারের কাজ করা হয়।
১০- আব্দুল্লাহ বিন যুবায়ের এর যুগে কাবাকে আবার তৈরী করা হয়।
১১- আব্দুল্লাহ বিন মারওয়ান এ যুগে যখন হাজ্জাজ বিন ইউসুফ কাবাকে ভেঙ্গে দেয় তখন আবার কাবাকে তৈরী করা হয়।
১২- ৩৩৯ হিজরীতে কারামাতে’দের হামলা এবং হাজরে আসওয়াদ ছিনতাইয়ের ঘটনার পরে সংস্কারের কাজ করা হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন