আবার ন্যাটোর বহরে হামলা
আবার ন্যাটোর বহরে হামলা
হামলার শিকার ন্যাটো বহর
আফগানিস্তানের রাজধানী কাবুলে আবার ন্যাটোর রসদবাহী বহরে হামলা হয়েছে। এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক মারা গেছে।এ বহরে করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর জন্য রসদ নেয়া হচ্ছিল।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদিক সিদ্দিকি জানান, আজ (রোববার) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কাবুলে ন্যাটোর রসদবাহী বহরে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তালেবান গেরিলারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ন্যাটোর রসদ বহরে হামলার সময় আরো কয়েকটি গাড়ি ধ্বংস হয় এবং আশপাশের দোকান ও ভবনের জানালা ভেঙে যায়।
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের জন্য রসদ বহনকারী বহরে প্রায়ই তালেবানরা হামলা করে থাকে। ২০০১ সালে তালবানদের উৎখাতের জন্য আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন