তেহরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
তেহরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে
ইরানের রাজধানী তেহরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। বেসরকারি বিমান সংস্থা তাবান এয়ারলাইন্সের অ্যান্তোনোভ এআর- ১৪০ বিমানটি তেহরান থেকে উত্তরাঞ্চলীয় শহরে তাবাসে যাওয়ার পথে আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে মেহরাবাদ বিমানবন্দরের উত্তরে আজাদি উপশহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কর্মীদের তৎপরতা চলছে এবং এ পর্যন্ত বিধ্বস্ত বিমান থেকে ছয়টি লাশ উদ্ধার করা গেছে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে নতুন বিমান বা বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা ইরানের জন্য কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এ কারণে ইরানের যাত্রীবাহী বিমান সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ইরানের উত্তরাঞ্চলে। ২০১১ সালে বরফ-ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে জরুরি অবতরণ করার সময়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে ৭৭ জন আরোহী নিহত হয়েছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন