ভাগ্য নির্ধারিত হবে এরদোগানের
ভাগ্য নির্ধারিত হবে এরদোগানের
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটিতে এই প্রথমবারের জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচনে ভোট দিচ্ছেন পাঁচ কোটি ৩০ লাখ ভোটার এবং ভোটগ্রহণের জন্য এক লাখ ৬৫ হাজার কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট বা একেপি পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোগান। তার সঙ্গে আরো রয়েছেন- ওআইসি’র সাবেক প্রধান ও মধ্য-বামপন্থী রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি দলের নেতা ৭১ বছর বয়সী একমালুদ্দিন এহসানওগ্লু এবং কুর্দি রাজনীতিক ৪১ বছর বয়সী সেলাহাত্তিন দেমিরতাস। যদি কোনো প্রার্থী এককভাবে শতকরা ৫০ ভাগ ভোট না পান তাহলে ২১ আগস্ট দ্বিতীয়দফা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সব প্রার্থীই নিজের বিজয়ের সম্ভাবনার কথা বলেছেন। তবে ৬০ বছর বয়সী এরদোগান চূড়ান্তভাবে বিজয়ী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
তুরস্কে প্রেসিডেন্ট অনেকটা আলঙ্কারিক পদ; হাতে তেমন কোনো ক্ষমতা নেই। তবে এরদোগান বলেছেন, তিনি বিজয়ী হতে পারলে প্রেসিডেন্ট ক্ষমতার পরিধি বাড়াবেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন