ইরান: গোটা ইসরাইল হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে

ইরান: গোটা ইসরাইল হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা, কুদস দিবস, জুমআতুল বিদা, কুদস,সাদক্বা, দান খয়রাত, ফেতরা, জাকাত, সাদকা, ভিক্ষা,  শবে বরাত, লাইলাতুল বরাত,
জেনারেল সালামি: 'হামাসের সামরিক শক্তি সম্পর্কে ইসরাইলের কোনো ধারণা নেই'
ইহুদিবাদী ইসরাইলের গোটা ভূখণ্ড হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার। ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী- আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি আজ তেহরানে বলেছেন, আজ গোটা অধিকৃত ভূখণ্ড (ইসরাইল) ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

তিনি আরো বলেন, যখন প্রতিরোধ আন্দোলনকারীদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের হাইফায় আঘাত হানে তখন এর অর্থ দাঁড়ায় তারা ১৬০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কাজেই ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত গোটা ভূখণ্ড (ইসরাইল) প্রতিরোধ যোদ্ধাদের হামলার আওতায় চলে এসেছে। এ কারণে, ইসরাইলের প্রতিটি নাগরিক এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ইরানি সেনা কমান্ডার বলেন, ইহুদিবাদীরা যেমন ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট বৃষ্টি ঠেকাতে পারেনি তেমনি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে ইসরাইলি সেনা ঘাঁটিগুলোতে হামাসের হামলা ঠেকাতেও ব্যর্থ হয়েছে। হামাস মাত্র ৩২টি টানেল তৈরি করেছে এবং ইসরাইল তার সবগুলো ধ্বংস করার যে দাবি করেছে তাকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল সালামি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এমন শত শত টানেল তৈরি করেছে যার খোঁজই পায়নি তেল আবিব। অত্যাধুনিক প্রযুক্তি থাকার দাবি করলেও গত এক মাসের যুদ্ধে হামাসের নেতৃবৃন্দ, তাদের যোদ্ধাদের অবস্থান কিংবা তাদের রকেট ও ক্ষেপণাস্ত্রের গুদামের নাগাল পায়নি ইহুদিবাদীরা। কাজেই প্রতিরোধ যোদ্ধাদের ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে ইহুদিবাদীদের কোনো ধারণা নেই। যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই কেবল তেল আবিব হামাসের শক্তি টের পাবে।

জেনারেল সালামি বলেন, ইসরাইলের গোয়েন্দা বাহিনীগুলোকে বুড়ো আঙুল দেখাতে পেরেছে হামাস। এর চেয়ে বড় সাফল্য আর হতে পারে না। হামাস যোদ্ধাদের মনোবল যুদ্ধ শুরুর আগের মতোই অটুট রয়েছে এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আগ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা থামবে না।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন