ওবামা আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলার অনুমতি দিয়েছে
ওবামা আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলার অনুমতি দিয়েছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলার অনুমোদন দিয়েছেন। তাকিফিরি সন্ত্রাসী গোষ্ঠীর অগ্রাভিযান ঠেকানোর জন্য সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর এ হামলা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ওবামা বলেন, বেসামরিক ইরাকি নাগরিকদের হত্যা বন্ধের লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী এ হামলা চালানো হবে। অবশ্য ইরাকে স্থলবাহিনী পাঠানো হবে না বলেও একই সঙ্গে ঘোষণা করেছেন ওবামা।
এর আগে হোয়াইট হাউজ এবং পেন্টাগন কর্মকর্তারা বলেছিলেন, ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি পদত্যাগ না করা পর্যন্ত আইএসআইএলের বিরুদ্ধে ইরাকে কোনো সামরিক ব্যবস্থা নেবে না আমেরিকা।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের পরোক্ষ এবং প্রত্যক্ষ সহায়তায় সৃষ্ট এ সংকটকে নুরি আল-মালিকির ওপর অনৈতিক চাপ প্রয়োগের জন্য ব্যবহার করছে আমেরিকা। শুরুতেই সামরিক ব্যবস্থা নেয়া হলে এ সংকট সামাল দেয়া অনেক বেশি সহজ হতো এবং নিরীহ মানুষদের জানমাল রক্ষা পেতো বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন