তাকফিরি সন্ত্রাসীরা ১৫ ইয়েমেনি সেনাকে নির্বিচারে হত্যা করল
তাকফিরি সন্ত্রাসীরা ১৫ ইয়েমেনি সেনাকে নির্বিচারে হত্যা করল
ইয়েমেনে তৎপর আল-কায়েদা জঙ্গি
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ হাদরামাউত থেকে ১৫ সেনাকে অপহরণের পর ঠাণ্ডা মাথায় খুন করেছে।
দেশটির একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল (শুক্রবার) ওঁৎ পেতে থাকা আল-কায়েদার একটি বাহিনী শিবাম শহরের কাছে একটি সেনা বহরে হানা দিয়ে ১৫ সৈন্যকে ধরে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা অপহৃত সেনাদের পাশ্ববর্তী একটি গ্রামে নিয়ে একসঙ্গে হত্যা করে। হত্যাকারীদের খুঁজে বের করতে একদল সেনা পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনেচ্ছুক এক ইয়েমেনি এ হত্যাকাণ্ডকে অত্যন্ত নৃশংস হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের বর্বরোচিত ও পাশবিক হত্যাকাণ্ডের কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। হাদরামাউত প্রদেশে সেনাবাহিনীর দুটি নিরাপত্তা চৌকিতে সংঘর্ষে ১১ সন্দেহভাজন আল-কায়েদার সন্ত্রাসী ও চার সেনা নিহত হওয়ার একদিন পরই হত্যাকাণ্ড ঘটল।
গত বুধবার আরব উপসাগর ভিত্তিক আল-কায়েদা নেটওয়ার্ক ইয়েমেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর নিরাপত্তা চৌকির ওপর হামলা চালানোর কথা স্বীকার করে। গত এপ্রিলে দেশটির সেনাবাহিনী ইয়েমেনের সাবওয়া ও আবিয়ান প্রদেশে আল -কায়েদা নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন