ইসরাইলিরা গাজা সীমান্ত থেকে পালাচ্ছে
ইসরাইলিরা গাজা সীমান্ত থেকে পালাচ্ছে
গাজা সীমান্তের একটি ইসরাইলি বসত বাড়ি
ফিলিস্তিনের গাজা সীমান্ত থেকে গত কয়েক সপ্তাহে পালিয়ে গেছে অর্ধেকের বেশি ইসরাইলি নাগরিক। এসব লোক আর তাদের ঘর-বাড়িতে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে।
মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমস গতকাল (শুক্রবার) এক রিপোর্টে জানিয়েছে, ইসরাইলের উত্তরে নেগেভ এলাকা থেকে শত শত ইসরাইলি পরিবার চলে গেছে। অথচ এই নেগেভ হচ্ছে পর্যটনের দিক দিয়ে খুবই আকর্ষষণীয় এলাকা।
চলতি সপ্তাহে এক জরিপ রিপোর্ট বলা হয়েছে, নেগেভ এলাকার প্রায় শতকরা ২১ ভাগ পরিবার অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা করছে।
হামাসের সঙ্গে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির পর ইসরাইলের সেনাবাহিনী এলাকায় ফিরে আসার আহ্বান জানালেও সেখান থেকে চলে যাওয়া লোকজন দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে এবং এখনো তারা ফিরে আসে নি।
অবশ্য, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ভেঙে গেছে এবং ইসরাইলের একগুঁয়েমির কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি করা সম্ভব হয় নি। গতকাল সকাল থেকে আবার দু পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন