বিচারের মুখে দ. আফ্রিকার নাগরিকরা
বিচারের মুখে দ. আফ্রিকার নাগরিকরা
বর্বর ইসরাইলের সেনাবাহিনী
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীতে যোগ দিয়ে গাজার নিরপরাধ জনগণের বিরুদ্ধে অসম যুদ্ধ করার জন্য বিচারের মুখামুখি করা হবে দক্ষিণ আফ্রিকার নাগরিকদেরকে।
ফিলিস্তিনপন্থি অ্যাকশন ফোরাম নামে একটি সংগঠন ইসরাইলের সেনাবাহিনীতে যোগ দেয়া দক্ষিণ আফ্রিকার এক নাগরিকের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিল।
দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা দপ্তর চলতি সপ্তাহের প্রথম দিকে বলেছিল- দক্ষিণ আফ্রিকার কোনো নাগরিককে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষে অবরুদ্ধ গাজার ওপর আগ্রাসন চালানোর অনুমতি দেয়া হয় নি। ইন্ডিপেন্ডেন্ট অনলাইন এ খবর দিয়েছে।
অ্যাকশন ফোরাম বলেছে, তারা দক্ষিণ আফ্রিকার আরো চার নাগরিকের বিরুদ্ধে মামলা করবে যারা ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিয়ে গাজার অসহায় মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে শুক্রবার আবার যখন ইসরাইল অবরুদ্ধ গাজার লোকজনের ওপর হত্যাযজ্ঞ শুরু করেছে তখন ফিলিস্তিনপন্থি সংগঠনটি এ উদ্যোগ নেয়ার কথা বললো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন