গ্লাসগোর নগর ভবনে ফিলিস্তিনি পতাকা
গ্লাসগোর নগর ভবনে ফিলিস্তিনি পতাকা
গ্লাসগোর নগর ভবনে উড়ছে ফিলিস্তিনি পতাকা
স্কটল্যান্ডের বৃহত্তম নগরী গ্লাসগোর নগর ভবনে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে। লর্ড প্রোভস্ট বা গ্লাসগোর নগর প্রধান স্যাডি ডোচেরটি বলেছেন, গ্লাসগো নগর পরিষদ শুক্রবার এ পতাকা উত্তোলন করেছে।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল বা বেথেলহাম নগরীর মেয়র ভেরা বাবুনকে লেখা চিঠিতে এ বিষয়টি জানিয়েছেন তিনি। চিঠিতে অবরুদ্ধ গাজার অধিবাসীদের জন্য আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণকে সমর্থন জানানোর অভিন্ন ইচ্ছায় গ্লাসগোর জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
গ্লাসগো ইহুদি প্রতিনিধি পরিষদ নগর ভবনে এ পতাকা উত্তোলনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেও একে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে নগরীর সাধারণ অধিবাসীরা। টুইটার বার্তায় এ নগরীর অনেক অধিবাসী বলেছেন, গ্লাসগোর অধিবাসী হিসেবে তারা এখন গর্ববোধ করছেন।
এদিক,ইহুদিবাদী আগ্রাসনের ফলে গাজার অধিবাসীদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য স্কটল্যান্ডের ফাইফ পরিষদ গ্লিনরোথেসের ফাইফ ভবনে এক সপ্তাহের জন্য ফিলিস্তিনি পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন