ইরাকি বিমানবাহিনীকে কুর্দি যোদ্ধাদের সমর্থন দিতে নির্দেশ
ইরাকি বিমানবাহিনীকে কুর্দি যোদ্ধাদের সমর্থন দিতে নির্দেশ
ইরাকি সেনাবাহিনীর ব্যবহৃত এফ-১৬ বিমান
কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের সমর্থন দিতে ইরাকি বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি।
ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাসিম আল-মুসাভি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে বিমানবাহিনীকে সোমবার নির্দেশ দিয়েছেন। এর আগে, রোববার বিদেশি মদদপুষ্ট তাকফিরি এ গোষ্ঠী ইরাকের সবচেয়ে বড় ড্যাম, আইনজালা তেলক্ষেত্র এবং সিনজার ও ওয়ানাসহ তিনটি শহর দখল করে নিয়েছে।
এসব শহর দখলের পর ইরাক বিষয়ক জাতিসংঘের সহায়তা মিশন বলেছে, শুধু সিনজার শহরেই ঘর-বাড়ি ছাড়া হয়েছে দুই লাখ লোক এবং সেখানে বড় ধরনের বিপর্যয় ঘটতে যাচ্ছে।
গত ১০ জুন আইএসআইএল সন্ত্রাসীরা ইরাকের মসুল শহর দখল করে নেয়। এরপর দেশটিতে তাকফিরি সন্ত্রাসীদের সহিংসতা ভয়াবহ আকার ধারণ করে। এরইমধ্যে আবু বকর নামে এক ইহুদি বংশোদ্ভূত ব্যক্তিকে খলিফা ঘোষণা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন