ত্রিপোলি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ
ত্রিপোলি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ
সংঘর্ষের ফলে সৃষ্ট কালো ধোঁয়া দেখছে এবং সশস্ত্র ব্যক্তি
লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ২০ জনের বেশি লোক নিহত হয়েছে। লিবিয়া সরকার আজ (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, ত্রিপোলির কয়েকটি হাসপাতালে ২২ জনের লাশ আনা হয়েছে এবং ৭২ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নিয়ে গত প্রায় তিন সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহর ও রাজধানী ত্রিপোলিতে গত কয়েক সপ্তাহে সংঘর্ষ ও অস্থিরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বেশিরভাগ পশ্চিমা দেশ তাদের দূতাবাসগুলো খালি করে দিয়েছে।
লিবিয়া সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি ও ত্রিপোলির জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। কিন্তু প্রতিটি গোষ্ঠী নিজেদের দাবির প্রতি অটল থাকার কারণে এখন পর্যন্ত আলোচনা সফল হয়নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন