ব্রিটিশ রাজনীতিবিদের মধ্যে গাজা ইস্যুতে তীব্র মতপার্থক্য
ব্রিটিশ রাজনীতিবিদের মধ্যে গাজা ইস্যুতে তীব্র মতপার্থক্য
গাজায় ইসরাইলি হামলার ব্যাপারে কিভাবে প্রতিক্রিয়া দেখানো হবে তা নিয়ে ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে তীব্র মতপার্থক্য চলছে।
ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গাজা ইস্যুতে ব্রিটেনের জোট সরকার ও লেবার পার্টির নেতাদের মধ্যে পরস্পর বিরোধী অবস্থান বিরাজ করছে। লেবার পার্টির প্রধান মিলিব্যান্ড গাজায় ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের নীরবতাকে ব্যাখ্যার অযোগ্য বলে মন্তব্য করেছেন।
ব্রিটেনের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জনাথন ফ্রিয়ার প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন চলমান যুদ্ধে হামাসকে দায়ী করে সরাসরি ইসরাইলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, ব্রিটেন ইসরাইলকে সমর্থন দেয়ার কারণে গাজা ইস্যুতে জোট সরকার ও বিরোধী লেবার পার্টির মধ্যে তীব্র মতপার্থক্য সৃষ্টি হয়েছে।
ইসরাইল গত ৮ই জুলাই গাজায় ব্যাপক হামলা শুরু করে এবং এখন পর্যন্ত এ আগ্রাসন অব্যাহত রয়েছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৭৬০ জন ফিলিস্তিনি শহীদ ও নয় হাজারের বেশি আহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন