দার স্পাইগেল: জন কেরির ফোনেও আড়ি পেতেছিল তেলআবিব
দার স্পাইগেল: জন কেরির ফোনেও আড়ি পেতেছিল তেলআবিব
গত বছর ইসরাইল-ফিলিস্তিন ব্যর্থ আলোচনার সময় তেলআবিব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনে আড়ি পেতেছিল বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
জার্মান সাপ্তাহিক ‘দার স্পাইগেল’ জানিয়েছে, গত বছর জন কেরির কথিত ইসরাইল –ফিলিস্তিনি শান্তি আলোচনা শুরু করার প্রাক্ষালে তার ওপর ইসরাইল ও আরেকটি গোয়েন্দা সংস্থা আড়ি পাতে।
জন কেরি গত বছর মধ্যপ্রাচ্যে ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে তার সহকারিদের সঙ্গে আলোচনা করেন। আমেরিকায় থাকার কারণে ইসরাইল সেই সময় তার কথা আড়ি পাততে পারে নি। কারণ তিনি হয় বাসা অথবা অফিস থেকে ওই ফোনগুলো করেছিলেন। অবশ্য বাসা ও অফিসের ফোনগুলো কঠোর নিরাপত্তায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু কেরি বিমানে থাকা অবস্থায় তেল আবিব তার বিভিন্ন ফোন কলে আড়ি পাততে সক্ষম হয়।
বিমানের ফোন লাইনে তৃতীয় পক্ষ সহজেই আড়ি পাততে পারে। ফলে শীর্ষ আমেরিকান কর্মকর্তারা নিয়মিত স্যাটেলাইটে ব্যবহার করে ফোন করে থাকেন। তাছাড়া কেরি বিমান থেকে তার রাশিয়ান ও চীনের নেতাদের সঙ্গে যে সব আলোচনা করেন সেগুলোতে সহজেই আড়ি পাতা সম্ভব ছিল।
গত বছরের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য তেল আবিবের অবৈধ নতুন বসতি স্থাপনের চেষ্টাকে দায়ী করেছে আমেরিকা।
‘দৈনিক বিস্ট’-এর এক রিপোর্টে বলা হয়েছে, এপ্রিলে কেরি বলেন, ইসরাইল–ফিলিস্তিনি শান্তি আলোচনায় ব্যর্থ হলে ইসরাইল সারা বিশ্বে ‘একটি জাতিবিদ্বেষ রাষ্ট্র' হিসেবে পরিচিতি পাবে। পরে অবশ্য ইসরাইলপন্থী শক্তিশালী আমেরিকান লবিস্টদর জেরার মুখে তিনি তার বক্তব্য অস্বীকার করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন