লেবাননের হিজবুল্লাহ সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা করেছে
লেবাননের হিজবুল্লাহ সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা করেছে
লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সেদেশের সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর সমালোচনা করেছে।
আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা লেবাননের জনগণ ও সেনাবাহিনীকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তারা বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সীমান্ত এলাকায় আস্তানা গেড়ে লেবাননের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব সন্ত্রাসীদের পেছনে বিদেশিদের মদদ রয়েছে এবং এ থেকে লেবাননের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বিষয়টি উপলব্ধি করা যায়। এ ষড়যন্ত্রের আওতায় লেবাননের একটি গোত্রকে অন্য গোত্রের বিরুদ্ধে, এক ধর্মের অনুসারীদেরকে অন্য ধর্মের অনুসারীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে।
হিজবুল্লাহর বিবৃতিতে সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের হাত থেকে লেবাননের ভূখণ্ড ও সীমান্ত রক্ষা করা সেনাবাহিনীর প্রধান দায়িত্ব। গতকাল লেবাননের সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠী আন্ নুসরার মধ্যে প্রচণ্ড সংঘর্ষে অন্তত ১০ জন সেনা নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন