নওয়াজ শরীফ: আজাদি শোভাযাত্রা’ সরকারের জন্য কোনো হুমকি নয়
নওয়াজ শরীফ: আজাদি শোভাযাত্রা’ সরকারের জন্য কোনো হুমকি নয়
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান তেহরিকে ইনসাফ- পিটিআই’এর ‘আজাদি শোভাযাত্রা’ তার সরকারের জন্য কোনো হুমকি নয়। আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে রাজধানী ইসলামাবাদে ‘আজাদি শোভাযাত্রা’ ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই।
নওয়াজ শরীফ এক সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক সমস্যা বিক্ষোভ শোভাযাত্রা নয় বরং আলোচনা ও সমঝোতার মাধ্যমে সুরাহা করতে হবে। পিটিআই এবং এর প্রধান ইমরান খান যে সব দাবি-দাওয়া ও অভিযোগ তুলেছেন তা দলটির লং মার্চ কর্মসূচির আগে বা পরে আলোচনার মাধ্যমে সুরাহা করা সম্ভব বলে তিনি জানান।
পাক প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের অভিযোগ নিষ্পত্তির জন্য পাকিস্তানের বিচার ব্যবস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে এবং এ সব প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা রাখা উচিত।
উত্তর ওয়াজিরিস্তানে চলমান সন্ত্রাস বিরোধী সেনা অভিযান নিয়েও কথা বলেন নওয়াজ। তিনি বলেন, এ অভিযানের ফলে পাকিস্তান একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সমগ্র জাতি এ অভিযানের প্রতি সমর্থন দিচ্ছে এবং বিরোধী দলেরও সেনাবাহিনীর প্রতি এবং অভিযানের কারণে বাস্তুহারা মানুষদের প্রতি সমর্থন দেয়া উচিত। পাকিস্তানের বিরোধী দলগুলোকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন