ইরান বিদেশে আটকে থাকা অর্থের প্রথম চালান ফেরত পেয়েছে
ইরান বিদেশে আটকে থাকা অর্থের প্রথম চালান ফেরত পেয়েছে
ইরানের কেন্দ্রীয় ব্যাংক
বিদেশে আটকে থাকা অর্থের প্রথম চালান ফেরত পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জুলাই মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে অন্তর্বর্তী চুক্তির মেয়াদ আরো চার মাস বাড়ানোর পর ইরান প্রথম এ অর্থ ফেরত পেল।
ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল (শনিবার) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে ছাড় করা ৫০ কোটি ডলার এখন ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমন্বয় রয়েছে বলেও জানান তিনি।
পরমাণু ইস্যুতে অন্তর্বর্তী চুক্তির মেয়াদ বাড়ানোর পর ইরান বিদেশে আটকে থাকা ২৮০ কোটি ডলার ফেরত পাবে। এসব অর্থ ছয় ধাপে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে আসবে যার চারটি চালান হবে ৫০ কোটি ডলারের; বাকি দুটি চালানের প্রত্যেকটিতে থাকবে ৪০ কোটি ডলার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন