আমেরিকার সবচেয়ে মারাত্মক শত্রু ইহুদিবাদী ইসরাইল

আমেরিকার সবচেয়ে মারাত্মক শত্রু ইহুদিবাদী ইসরাইল

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা, কুদস দিবস, জুমআতুল বিদা, কুদস,
ক্রিসেন্ট অ্যান্ড ক্রুশ সলিটারিটি মুভমেন্ট সহ প্রতিষ্ঠাতা মার্ক গ্লিন
ইহুদিবাদী ইসরাইল হলো আমেরিকার সবচেয়ে মারাত্মক শত্রু। লেখক, মার্কিন মানবাধিকার কর্মী , বিশ্লেষক এবং ক্রিসেন্ট অ্যান্ড ক্রুশ সলিটারিটি মুভমেন্ট নামের একটি সংস্থার সহ প্রতিষ্ঠাতা মার্ক গ্লিন ইরানের ইংরেজি নিউজ চ্যানেলকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তার এ সংস্থা ইহুদিবাদের মোকাবেলায় মুসলমান-খ্রিস্টান ঐক্য গড়ার কাজে নিয়োজিত।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সবচেয়ে মারাত্মক শত্রু; নিয়ন্ত্রণ ও ব্ল্যাকমেইল করার জন্য মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে ইসরাইল। এর ফলে এমন এক বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে মার্কিন কর্মকর্তাদের ইহুদিবাদী ইসরাইলের কাছে নতি স্বীকার করতে বাধ্য হতে হয়।

সম্প্রতি প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত বছর ইসরাইল-ফিলিস্তিন ব্যর্থ আলোচনার সময় তেল আবিব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনে আড়ি পেতেছিল। আর এ পরিপ্রেক্ষিতে মার্ক গ্লিন বলেন, এ জাতীয় তৎপরতা সব সময়ই চালায় ইসরাইল। তিনি বলেন, ইসরাইল এ জাতীয় তৎপরতার মধ্য দিয়ে মার্কিন রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করে এবং নিজের স্বার্থে মার্কিন পররাষ্ট্র নীতিকে ব্যবহার করে।

মার্ক গ্লিন আরো বলেন, আমেরিকার নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালায় আমেরিকা এবং এ ভাবে হাতিয়ে নেয়া তথ্য তাদের বিরুদ্ধে ব্যবহার করে। মার্কিন কর্মকর্তাদের জন্য লজ্জাজনক বা তারা কোনো অপরাধ তৎপরতায় জড়িয়ে পড়েছে এ রকম কোনো তথ্য পাওয়া গেলে তার পুরো সুযোগ নেয় ইসরাইল। বিশ্বে আমেরিকা যতো শত্রুর মোকাবেলা করছে তার মধ্যে ইসরাইলই সবচেয়ে বিপদজনক বলে জানান তিনি।

তিনি বলেন, মার্কিনিরা যা মনে করে তা সত্য নয়, আমেরিকা কোনো পরাশক্তি বা মুক্ত ও স্বাধীন দেশ নয়। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, তেল আবিবের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে হাতিয়ে নেয়া তথ্য প্রকাশিত হলে মার্কিন রাজনীতিবিদরা বিপদে পড়বেন এবং এ ভয়ে শেষ পর্যন্ত তারা ইসরাইলের কাছেই নতি স্বীকারে বাধ্য হন।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন