ত্রিপোলির ব্রিটিশ দূতাবাস নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হলো
ত্রিপোলির ব্রিটিশ দূতাবাস নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হলো
লিবিয়ার রাজধানী ত্রিপোলির ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে এবং দূতাবাসকর্মীদের দেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর মাধ্যমে দেশটিতে যুদ্ধ চলার বিষয়টি পরোক্ষভাবে মেনে নেয়া হলো।
এর আগে লিবিয়া থেকে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান এবং নেদারল্যান্ডের কূটনীতিবিদরা সরে গেলেও কেবলমাত্র ব্রিটেন ও ইতালির দূতাবাস দেশটিতে তৎপর ছিল।
লিবিয়াব্যাপী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই ক্রমেই মারাত্মক পরিস্থিতির দিকে গড়াচ্ছে এবং দেশটির কেন্দ্রীয় সরকার দৃশ্যত অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় ত্রিপোলি থেকে কূটনীতিবিদদের সরিয়ে নেয়া ছাড়া আর কোন গতি ছিল না বলে জানিয়েছে লন্ডন।
লিবিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মাইকেল অ্যারোন বলেছেন, লিবিয়ায় ব্রিটিশ দূতাবাসের তৎপরতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটলেই আবার এ তৎপরতা শুরু হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন