শ্রীলঙ্কা সরকার মোদী-জয়ললিতার প্রেমপত্র ইস্যুতে ক্ষমা চাইল
শ্রীলঙ্কা সরকার মোদী-জয়ললিতার প্রেমপত্র ইস্যুতে ক্ষমা চাইল
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকশের বিরুদ্ধে চেন্নাইয়ে এআইএডিএমকের বিক্ষোভ
আপত্তিকর নিবন্ধ প্রকাশ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েসাইটে ‘জয়ললিতার প্রেমপত্র মোদির কাছে কতটা গুরুত্বপূর্ণ?’-শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধে মোদি ও জয়ললিতার একটি ছবিও ছিল। নিবন্ধটি প্রকাশ হওয়ার ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পিএমকে, এমডিএমকে-এর মতো বিজেপির শরীক দলগুলো শ্রীলঙ্কার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলে। তামিলনাড়ুর শাসক এআইডিএমকে-এর প্রধান বিরোধী দল ডিএমকে-ও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
নিবন্ধটি দেখে খোদ জয়ললিতাও ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি নয়াদিল্লিতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করার দাবি জানান। শ্রীলঙ্কা সরকার যেন ভারতের কাছে ক্ষমা চায় সে দাবিও তোলেন জয়ললিতা।
ভারতে তীব্র প্রতিবাদের মুখে গতকাল ওয়েবসাইটটি থেকে নিবন্ধটি সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চেয়ে শ্রীলঙ্কা সরকার এক বিবৃতিতে বলেছে, নিবন্ধটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছিল। তবে নিবন্ধটি ভারত ও শ্রীলঙ্কা সরকারের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে দাবি করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন