আন-নুসরার কমান্ডার সিরিয়ার ইদলিব প্রদেশের বোমা হামলায় নিহত
আন-নুসরার কমান্ডার সিরিয়ার ইদলিব প্রদেশের বোমা হামলায় নিহত
সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী (ফাইল ছবি)
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের ইদলিব প্রদেশের নেতা বোমা হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার তথাকথিত মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শনিবার) এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ইদলিব প্রদেশের আন-নুসরার নেতা ইয়াকুব আল-ওমর গতরাতে তার গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। এ ছাড়া এ বোমা হামলায় তার দু’ছেলে আহত হয়েছে।
গত এপ্রিলে আইএসআইএলের সন্ত্রাসীদের হাতে ইদলিবের তৎকালীন নেতা আবু মোহাম্মেদ আল-আনসারি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইয়াকুব আল-ওমর। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত হওয়া সত্ত্বেও আন-নুসরা এবং আইএসআইএলের মধ্যে চলতি বছরের শুরু থেকে প্রচণ্ড সংঘাত চলছে।
আরেক খবরে জানা গেছে, সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আন-নুসরা ফ্রন্ট এবং আইএসআইএলের অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। লেবানন সীমান্তের কাছে কালামুন এলাকায় এ লড়াই হয়। এ সংঘর্ষ শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত চলে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন