ইরানের কোনো সৈন্য কুর্দিস্তানে নেই: আরবি দৈনিকের খবর নাকচ
ইরানের কোনো সৈন্য কুর্দিস্তানে নেই: আরবি দৈনিকের খবর নাকচ
ইরাকি কুর্দিস্তানের তিকরিত শহরের একটি চেকপয়েন্ট
ইরাকের কুর্দিস্তানে কোনো ইরানি সৈন্য নেই বলে জানিয়েছে তেহরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষ বাহিনী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে ঢুকেছে বলে আরবি দৈনিক আশ শারকুল আওসাত যে খবর দিয়েছে তা নাকচ করে দিয়ে এ কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্রটি আরো বলেছে, ইরাকে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের কিরকুকের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক আশ শারকুল আওসাতের খবরে দাবি করা হয়েছিল, ইরানের বিশেষ বাহিনীর ২০০ সেনা কুর্দিস্তানে ঢুকেছে। সাবেক ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানির নেতৃত্বাধীন প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তানের নামে এ সব সৈন্য সেখানে ঢুকেছে বলে ওই খবরে দাবি করা হয়।
ইরান এর আগেও একাধিকবার বলেছে, তাকিফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে কোনো সৈন্য পাঠাবে না তেহরান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন