পেরেজ: গাজায় ইসরাইলি সেনারা প্রকৃত জাহান্নামে আছে
পেরেজ: গাজায় ইসরাইলি সেনারা প্রকৃত জাহান্নামে আছে
শিমন পেরেজ
ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, গাজার যুদ্ধই হল প্রথম যুদ্ধ যাতে বেশিরভাগ আরবদের সমর্থন পেয়েছে ইসরাইল। ‘বির আস সাবি’ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।
শিমন পেরেজ বলেছেন, আরব বিশ্ব প্রতিরোধ সংগ্রামীদের একঘরে করতে চায়। তিনি মিশর ও অন্য আরব দেশগুলোর সহায়তায় গাজার কর্তৃত্ব ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শিমন পেরেজ আরও বলেন, ইসরাইলের সেনারা গাজায় প্রকৃত জাহান্নামে প্রবেশ করেছে, কারণ গাজা নানা ফাঁদে ভরা।
তেল আবিবের হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে বেসামরিক ইহুদিবাদী নিহত হয়েছে আরো তিনজন। অন্যদিকে বর্বর ইসরাইলি সেনারা গাজার বেসামরিক নাগরিক হত্যা করেছে অন্তত ১,৬০০ জন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন