একদিনে গাজায় আহত হয়েছে ২৪ ইসরাইলি সেনা
একদিনে গাজায় আহত হয়েছে ২৪ ইসরাইলি সেনা
হামাসের হাতে আহত ইসরাইলি সেনাদের হাসপাতালে নেয়া হচ্ছে
অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে শুক্রবার অন্তত ২৪ জন ইসরাইলি সেনা আহত হয়েছে। ইসরাইলি সেনা রেডিও জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ইহুদিবাদী ইসরাইল জানিয়েছে, শুক্রবার গাজার রাফাহ শহরে হামাস কমান্ডোদের অতর্কিত হামলায় তাদের দুই সেনা নিহত ও অন্য একজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ ইসরাইলি সেনাকে হামাস অপহরণ করে থাকতে পারে বলেও জানিয়েছে তেল আবিব।
তবে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড আজ (শনিবার) জানিয়েছে, নিখোঁজ ইসরাইলি সেনার কোনো খবর তাদের কাছে নেই। তবে রাফাহ শহরে অভিযান চালাতে যাওয়া একদল যোদ্ধার সঙ্গে ব্রিগেডের কেন্দ্রীয় কমান্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে ওই যোদ্ধাদের সঙ্গে নিখোঁজ ইসরাইলি সেনা হয়তো নিহত হয়েছে বলে কাসসাম ব্রিগেড জানিয়েছে।
গাজার নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পাশবিক হামলা চালাতে গিয়ে এ পর্যন্ত তেল আবিবের স্বীকারোক্তি অনুযায়ী ৬৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া, বেসামরিক ইহুদিবাদী নিহত হয়েছে আরো তিনজন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন