হামাস ইসরাইলে ঢুকে হামলার ভিডিও প্রকাশ করল+ ভিডিও
হামাস ইসরাইলে ঢুকে হামলার ভিডিও প্রকাশ করল+ ভিডিও
ইসরাইলের ভেতরে ঢুকে কয়েকজন ইহুদিবাদী সেনাকে হত্যা করার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখার পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে আল-কাসসাম ব্রিগেডের কমান্ডোরা একটি ইসরাইলি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালিয়ে কয়েকজন ইসরাইলি সেনাকে হত্যা করছে।
মঙ্গলবার রাতে ফুটেজটি প্রকাশ করে হামাস বলেছে, সোমবার সকালে এ অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা একটি টানেল ব্যবহার করে ইসরাইলের 'নাহাল ওজ' এলাকার পর্যবেক্ষণ টাওয়ারটিতে হামলা চালায়। এতে অন্তত পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়। এরপর ইসরাইলি সেনাদের কাছ থেকে গনিমতের মাল হিসেবে অস্ত্রসস্ত্র নিয়ে আসেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।
মজার ব্যাপার হচ্ছে, ইহুদিবাদী ইসরাইল নিজের কাছে অত্যাধুনিক প্রযুক্তি থাকার দাবি করলেও তার সেনারা পর্যবেক্ষণ টাওয়ারে বসে প্রতিরোধ যোদ্ধাদের হামলা করতে আসার দৃশ্য দেখতে পারে নি এবং তাদের হাতে বেঘোরে প্রাণ হারিয়েছে।
হামাস যোদ্ধাদের যাতে ইসরাইল চিনে ফেলতে না পারে সেজন্য ভিডিওতে তাদের মুখমণ্ডল দেখানো হয় নি। ভিডিও ফুটেজটির শেষাংশে ইসরাইলে তৈরি অস্ত্র প্রদর্শন করা হয়।
{mp4remote}http://media2.ws.irib.ir/bangla/media/k2/videos/64419.mp4{/mp4remote}
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন