ইসরাইলি পতাকায় জর্দানে লাইভ টকশোতে আগুন লাগানো হয়
ইসরাইলি পতাকায় জর্দানে লাইভ টকশোতে আগুন লাগানো হয়
ইসরাইলি পতাকায় জর্দানে লাইভ টকশোতে আগুন লাগানো হয়
জর্দানের একটি টেলিভিশন চ্যানেলের লাইভ টকশো চলার সময় ইহুদিবাদী ইসরাইলের পতাকা আগুনে পুড়িয়েছেন খোদ অনুষ্ঠানের সঞ্চালক।
গাজায় ইসরাইলের গণহত্যার কারণে ক্ষুব্ধ হয়ে সঞ্চালক জহির আল-ইজ্জা এ কাজ করেছেন। এ সময় তিনি ইসরাইলের পতাকাকে নোংরা বা অশ্লীল বলেও উল্লেখ করেন।
গত ৮ জুলাই ইসরাইল গাজার ওপর সামরিক আগ্রাসন শুরু করে। তাদের এ বর্বরতার বিরুদ্ধে যখন সারা বিশ্বে বিক্ষোভ, প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে তখন জর্দানের টিভি সঞ্চালক জহির আল-ইজ্জা অভিনব পদ্ধতিতে ক্ষোভ প্রকাশ করলেন।
{mp4remote}http://media2.ws.irib.ir/bangla/media/k2/videos/64297.mp4{/mp4remote}
নতুন কমেন্ট যুক্ত করুন