হামাস: আরো ৮ ইসরাইলি সেনা নিহত হয়েছে
হামাস: আরো ৮ ইসরাইলি সেনা নিহত হয়েছে
ফাইল ফটো
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে,অবরুদ্ধ গাজার উত্তর-পূর্বাঞ্চলে আরো আট ইহুদিবাদী ইসরাইলি সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, ফিলিস্তিনি যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) সকালের দিকে আত-তুফাহ এলাকায় ঢুকে পড়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এ হামলা চালায়। ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলি একটি সাঁজোয়া গাড়িসহ অনেক অস্ত্র ধ্বংস হয়েছে। এ নিয়ে চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ইহুদিবাদী আগ্রাসনে অন্তত ৭০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। অবশ্য তেল আববি এ পর্যন্ত ৩৩ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
এ ছাড়া, গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। নতুন করে তেল আবিব, রামাত হাশারোন, হার্জলিয়া, রিশোন লেজিওন, সিদরত, গানিম, সোদত নেগেভ, নেতিভত এবং শেফেলা শহরে রকেট হামলা করেছে হামাস।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন