পাকিস্তান গাজায় আগ্রাসনের নিন্দার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে
পাকিস্তান গাজায় আগ্রাসনের নিন্দার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে দেশটি বলেছে, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত একটি প্রস্তাব পাস করা।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান এ আহ্বান জানিয়ে বলেছেন, নিরপরাধ গাজাবাসীর ওপর জল-স্থল ও আকাশপথে ইসরাইলি বাহিনীর পাশবিক হামলা বন্ধের জন্য যুদ্ধবিরতি জরুরি।
তিনি আরো বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের আরোপিত কঠোর অবরোধ প্রত্যাহারের জন্য নিরাপত্তা পরিষদের উচিত ব্যবস্থা নেয়া। গাজার নিরপরাধ বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলার নিন্দা জানান মাসুদ খান।
জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, তার দেশের জনগণ গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গাজায় ইসরাইলি হামলায় শত শত নারী ও শিশুর নিহত হওয়ার ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। এ আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শরীফ।
সূত্রঃ টিভি ইসলাম
নতুন কমেন্ট যুক্ত করুন