পিএলও হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোর প্রতি সমর্থন দিয়েছে
পিএলও হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোর প্রতি সমর্থন দিয়েছে
হামাস নেতা খালেদ মাশআলের সঙ্গে মাহমুদ আব্বাস (ডানে)
ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) বলেছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য হামাস যেসব শর্ত দিয়েছে তার প্রতি এ সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে।
পিএলও’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ (বুধবার) রামাল্লায় বলেন, বর্বর ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধ এবং গাজার উপর ইসরাইলের চাপিয়ে দেয়া সব ধরনের অবরোধ তুলে নেয়ার যে দাবি হামাস করেছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পিএলও। তিনি আরো বলেন, এসব দাবি আদায় করার জন্যই ফিলিস্তিনি নেতারা তাদের সব শক্তি ও সামর্থ্যপ কাজে লাগাচ্ছেন।
হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির যেসব শর্ত দিয়েছে তার মধ্যে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নেয়া ও মিশরের সঙ্গে একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিং খুলে দেয়ার দাবি রয়েছে।
এ ছাড়া, হামাস ইসরাইলি কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তিসহ ইসরাইলের সঙ্গে ১০ বছরের যুদ্ধবিরতির শর্ত দিয়েছে। ২০১১ সালের বন্দি বিনিময় চুক্তির আওতায় বহু ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু কিছুদিন পরেই তাদেরকে আবার ধরে নিয়ে যায় ইসরাইল।
গত মঙ্গলবার ফিলিস্তিনি ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লংঘনসহ মানবতা বিরোধী অপরাধ করছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনে যে ঐক্য সরকার গঠিত হয়েছে তা বানচাল করতেই ইসরাইল গাজায় হামল চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন