ইসরাইলি রাবাই: প্রয়োজনে পুরো গাজাকে ধ্বংস করে দিন
ইসরাইলি রাবাই: প্রয়োজনে পুরো গাজাকে ধ্বংস করে দিন
ডভ লিওর
অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করার আহ্বান জানিয়েছেন একজন ইহুদিবাদী রাবাই। এমনকি দরকার হলে পুরো গাজা উপত্যকাকে ধ্বংস করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ডভ লিওর নামক ওই রাবাই অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি কিরিয়াত আরবা’র অধিবাসী।
তিনি এক ধর্মীয় নির্দেশে বলেছেন, গাজাকে ধ্বংস করা এবং সেখানকার বেসামরিক নাগরিকদের হত্যা করা বৈধ। তার নির্দেশে বলা হয়েছে, গাজায় হামলা চালানোর সময় লক্ষ্যবস্তু সামরিক নাকি বেসামরিক তা দেখার প্রয়োজন ইসরাইলি সেনাদের নেই। এমনকি গাজাবাসীকে ‘শাস্তি’ দিতে তাদের বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়া যাবে বলে মন্তব্য করেছেন লিওর।
ইহুদিবাদী এ রাবাই বলেন, যেখানে খুশি সেখানে বোমাবর্ষণ করার স্বাধীনতা সেনাবাহিনীর রয়েছে। বর্ণবাদী ইসরাইলের এ ধর্মীয় নেতা আরো বলেন, “প্রয়োজনে পুরো গাজা ধ্বংস করে দেয়ার অনুমতিও সেনাবাহিনীর থাকবে।” তার মতে, ইসরাইলি সেনারা এখন গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে; কাজেই এই মুহূর্তে মানবতার প্রশ্ন তোলা উচিত নয়। ইহুদিবাদী ইসরাইলে রাবাই লিওনের হাজার হাজার অনুসরি রয়েছে।
সূত্রঃ টিভি ইসলাম
নতুন কমেন্ট যুক্ত করুন