ভারতের রাজনীতিকরা জোর করে রোজা ভাঙানোর প্রতিক্রিয়ায় নিন্দা জানালেন

ভারতের রাজনীতিকরা জোর করে রোজা ভাঙানোর প্রতিক্রিয়ায় নিন্দা জানালেন

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা,
মনিশ তিওয়ারি- সিতারাম ইয়েচুরি- নরেশ আগারওয়াল
ভারতের মহারাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার ১১ জন সংসদ সদস্য জোর করে একজন রোজাদার মুসলমানকে দিনের বেলা খাবার খেতে বাধ্য করেছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশটিতে।

শিবসেনার সংসদ সদস্যরা খাবার সরবরাহকারী একজন আবাসিক ব্যবস্থাপককে জোর করে চাপাতি খেতে বাধ্য করেন। গত সপ্তাহে রাজধানী নয়াদিল্লির মহারাষ্ট্র সদনে এই ঘটনা ঘটলেও তা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে গতকাল (মঙ্গলবার)।

খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রীয় খাবার পরিবেশন না করায় শিবসেনার এমপিরা ক্ষুব্ধ হয় ওঠেন। তারা ওই সদনের আবাসিক ব্যবস্থাপক শেখ আরশাদ জুবায়েরকে রোজা থাকা সত্ত্বেও চাপাতি খেতে বাধ্য করেন এবং তার রোজা নষ্ট করে দেন।

হিন্দুত্ববাদী শিবসেনার যে ১১ সংসদ সদস্য এ জঘন্য কাজ করেছেন তারা হলেন সঞ্চয় রাউত (রাজ্যসভা), আনন্দরাও আদুসুল (অমরাবতী), রাজন ভাইচারে (থানে), অরবিন্দ সন্ত (মুম্বাই-সাউথ), হেমন্ত গডসে (নাশিক), ক্রুপাল তুমানে (রামতেক), রবীন্দ্র গায়কোয়াড় (ওসমানাবাদ), বিনায়ক রাউত (রত্নাগিরি-সিন্দুদার্গ), শিবাজি আধালরাও পাতিল (শিরুর), রাহুল শেওয়াল (মুম্বাই-সাউথ সেন্ট্রাল) ও শ্রীকান্ত সিন্দে (কল্যাণ)।

কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত শিবসেনার এমপিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, সংসদের পরিষ্কার ভাষায় একথা বলে দেয়া উচিত যে, এ জাতীয় তৎপরতা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

সমাজবাদী পার্টির নেতা নরেশ আগারওয়াল শিবসেনা এমপিদের এ তৎপরতাকে মারাত্মক নিন্দনীয় হিসেবে অভিহিত করে বলেন, তিনি জানেন, ভারত সরকার এ ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। কিন্তু সরকারের উচিত এ সব সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
সূত্রঃ টিভি ইসলাম

 

নতুন কমেন্ট যুক্ত করুন