ভারতের রাজনীতিকরা জোর করে রোজা ভাঙানোর প্রতিক্রিয়ায় নিন্দা জানালেন
ভারতের রাজনীতিকরা জোর করে রোজা ভাঙানোর প্রতিক্রিয়ায় নিন্দা জানালেন
মনিশ তিওয়ারি- সিতারাম ইয়েচুরি- নরেশ আগারওয়াল
ভারতের মহারাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার ১১ জন সংসদ সদস্য জোর করে একজন রোজাদার মুসলমানকে দিনের বেলা খাবার খেতে বাধ্য করেছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশটিতে।
শিবসেনার সংসদ সদস্যরা খাবার সরবরাহকারী একজন আবাসিক ব্যবস্থাপককে জোর করে চাপাতি খেতে বাধ্য করেন। গত সপ্তাহে রাজধানী নয়াদিল্লির মহারাষ্ট্র সদনে এই ঘটনা ঘটলেও তা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে গতকাল (মঙ্গলবার)।
খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রীয় খাবার পরিবেশন না করায় শিবসেনার এমপিরা ক্ষুব্ধ হয় ওঠেন। তারা ওই সদনের আবাসিক ব্যবস্থাপক শেখ আরশাদ জুবায়েরকে রোজা থাকা সত্ত্বেও চাপাতি খেতে বাধ্য করেন এবং তার রোজা নষ্ট করে দেন।
হিন্দুত্ববাদী শিবসেনার যে ১১ সংসদ সদস্য এ জঘন্য কাজ করেছেন তারা হলেন সঞ্চয় রাউত (রাজ্যসভা), আনন্দরাও আদুসুল (অমরাবতী), রাজন ভাইচারে (থানে), অরবিন্দ সন্ত (মুম্বাই-সাউথ), হেমন্ত গডসে (নাশিক), ক্রুপাল তুমানে (রামতেক), রবীন্দ্র গায়কোয়াড় (ওসমানাবাদ), বিনায়ক রাউত (রত্নাগিরি-সিন্দুদার্গ), শিবাজি আধালরাও পাতিল (শিরুর), রাহুল শেওয়াল (মুম্বাই-সাউথ সেন্ট্রাল) ও শ্রীকান্ত সিন্দে (কল্যাণ)।
কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত শিবসেনার এমপিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, সংসদের পরিষ্কার ভাষায় একথা বলে দেয়া উচিত যে, এ জাতীয় তৎপরতা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
সমাজবাদী পার্টির নেতা নরেশ আগারওয়াল শিবসেনা এমপিদের এ তৎপরতাকে মারাত্মক নিন্দনীয় হিসেবে অভিহিত করে বলেন, তিনি জানেন, ভারত সরকার এ ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। কিন্তু সরকারের উচিত এ সব সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
সূত্রঃ টিভি ইসলাম
নতুন কমেন্ট যুক্ত করুন