বিশ্ব নেতাদেরগাজায় আগ্রাসন বন্ধের উদাসীনতায় বাংলাদেশের ক্ষোভ

বিশ্ব নেতাদেরগাজায় আগ্রাসন বন্ধের উদাসীনতায় বাংলাদেশের ক্ষোভ

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা,
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরতায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতাদের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।

আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন এ ক্ষোভ প্রকাশ করেন। নিউইয়র্কের স্থানীয় সময় ২২ জুলাই মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ওই বিতর্কে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টিরও বেশি সদস্য দেশ অংশ নেয়।

বিতর্কে এ কে আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক সব বিধিনিষেধ অমান্য করে ইসরাইল ফিলিস্তিনদের ওপর অমানবিক, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও অকুণ্ঠ সমর্থন আবার তুলে ধরেন রাষ্ট্রদূত। নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্বকে অনুরোধ জানান তিনি।

এছাড়া নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ধ্বংসযজ্ঞ বন্ধে এবং ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা করেন রাষ্ট্রদূত।

এদিকে, ফিলিস্তিনে হামলার বিষয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "সন্ত্রাসীরা যে দেশের হোক, যে জাতির হোক, যে ধর্মের হোক, সে সন্ত্রাসী। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"
আজ (বুধবার) নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন। ঈদুল ফিতর উপলক্ষে তিনি নিজের নির্বাচনী এলাকার দুস্থদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, শার্ট বিতরণ করেন তিনি।

জাতিসংঘের উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, "তারা কথায় কথায় বিভিন্ন দেশকে উপদেশ দেন। গাজায় এত মানুষ মারা যাওয়ার পর তারা নিরাপত্তা পরিষদে বসেছেন। ওনারা তো নিরাপদে আছেন, কিন্তু গাজার মানুষ নিরাপদে নেই।"

বাংলাদেশের যারা কথায় কথায় জিহাদ করেন, তাদের ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "আমি তাদেরকে বলবে, দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে বাপের বেটা হিসেবে ফিলিস্তিনে গিয়ে বীরত্ব দেখান।"

পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে গরিব-দুস্থদের মাঝে ১০ কেজি করে ছয় হাজার জনকে চাল, এক হাজার ২৫০ জনকে শাড়ি, এক হাজার ৮০০ জনকে লুঙ্গি, শার্ট, ট্রাউজার, গেঞ্জি, ২৫০ জন শিক্ষার্থীকে জামা এবং ২৫০ জন বয়স্ক, ১০৫ জন বিধবা ও ২৫ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়।
সূত্রঃ টিভি ইসলাম

 

নতুন কমেন্ট যুক্ত করুন