ব্রিটিশ সংসদ সদস্য: গাজায় থাকলে আমিও ইসরাইলে রকেট ছুঁড়তাম
ব্রিটিশ সংসদ সদস্য: গাজায় থাকলে আমিও ইসরাইলে রকেট ছুঁড়তাম
লিবারেল ডেমোক্র্যাট সংসদ সদস্য ডেভিড ওয়ার্ড
ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড ওয়ার্ড বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাস করলে তিনিও ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছুঁড়তেন।
লিবারেল ডেমোক্র্যাট দলের সংসদ সদস্য ডেভিড ওয়ার্ড গতকাল (মঙ্গলবার) এক টুইটার বার্তায় এ কথা বলেছেন। তিনি বলেন, বড় প্রশ্নটি হলো, গাজায় থাকলে আমি কি রকেট ছুঁড়তাম? এ প্রশ্নের উত্তর হয়তো হ্যাঁ। পরবর্তী এক বার্তায় তিনি আরো বলেন, পাশ্চাত্য গাজা যুদ্ধে কোন্ পক্ষকে সমর্থন করবে সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর ইসরাইলি পাশবিক হামলা যখন বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তখন ব্রিটিশ এমপি ওয়ার্ড এ মন্তব্য করলেন। বিশ্বের অনেক স্বাধীনচেতা মানুষ এরইমধ্যে গাজায় গিয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন।
ডেভিড ওয়ার্ডের এ বক্তব্য তার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটের নেতাদের মধ্যে কড়া প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ওয়ার্ডকে বরখাস্ত করার জন্য দলীয় নেতা ও উপ প্রধানমন্ত্রী নিক ক্লিকের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কোনো কোনো সদস্য।
ইহুদিবাদী ইসরাইল বিরোধী বক্তব্য দেয়ার জন্য গত বছরের জুলাই মাসেও লিবারেল ডেমোক্র্যাট পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল ওয়ার্ডকে।
বিবিসি রেডিও লিডসকে দেয়া সাক্ষাৎকারে ওয়ার্ড বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতি হবে এবং তারপর কিছুদিন শান্ত সময় চলবে। শান্ত সময়ে মানুষ হত্যা করা হবে না বলেই সবার ধারণা থাকবে। কিন্তু তখনো ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের গুলি করবে, তাদের বেদম পিটুনি দেয়া হবে, শিশুদের গ্রেফতার করা হবে- আর তাতেই শান্তি পাবে ইসরাইলিরা।
সূত্রঃ টিভি ইসলাম
নতুন কমেন্ট যুক্ত করুন