ইসরাইল জাতিসংঘের স্কুলে দ্বিতীয়বারের মতো হামলা চালাল
ইসরাইল জাতিসংঘের স্কুলে দ্বিতীয়বারের মতো হামলা চালাল
গাজায় জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নেয়া ফিলিস্তিনি শিশু
অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে বর্বর ইহুদিবাদী বাহিনী। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ আজ একথা জানিয়েছে।
ইহুদিবাদী ইসরাইল বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেজন্য তারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিতে পারে। জাতিসংঘের তত্ত্বাবধানেই এ ধরনের ৬৯টি স্কুলে বর্তমানে আশ্রয় নিয়েছে এক লাখের বেশি গাজাবাসী। কিন্তু ইহুদিবাদী বাহিনী নিরাপদ এলাকা বলে ঘোষিত সেই স্কুলেও হামলা চালাতে দ্বিধা করছে না।
ইউএনআরডাব্লিউএ এক বিবৃতিতে বলেছে, “মধ্য গাজার একটি স্কুলে গত দু’দিনে দ্বিতীয়বারের মতো ইসরাইলি কামানের গোলা আঘাত হেনেছে। আমরা সর্বোচ্চ মাত্রায় এ ঘটনার নিন্দা জানাচ্ছি।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “জাতিসংঘের পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে অন্তত তিনবার যোগাযোগ করে এসব স্কুলের ঠিকানা ও অবস্থান জানানো হয়েছে। এরপরও কীভাবে এসব হামলা হলো তার সুষ্ঠু তদন্ত দাবি করছে জাতিসংঘ।”
সূত্রঃ টিভি ইসলাম
নতুন কমেন্ট যুক্ত করুন