প্রেসিডেন্ট রুহানি: ফিলিস্তিনিদেরকে পূর্ণ সমর্থন দিচ্ছে ইরান

ফিলিস্তিনিসহ বিশ্বের সব নিপীড়িত জাতিকে পূর্ণ শক্তি নিয়ে সমর্থন দেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

প্রেসিডেন্ট রুহানি: ফিলিস্তিনিদেরকে পূর্ণ সমর্থন দিচ্ছে ইরান
ফিলিস্তিনিসহ বিশ্বের সব নিপীড়িত জাতিকে পূর্ণ শক্তি নিয়ে সমর্থন দেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

ইরানি অ্যাথলেটদের সঙ্গে এক সাক্ষাত অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, গাজা উপত্যকার নিপীড়িত জনগণ বর্ণবাদী ইসরাইলের বর্বরতার মুখোশ উন্মোচন করেছেন। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে খুব কম সংখ্যক যুদ্ধ আছে যেখানে সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কোনো অস্ত্র না থাকা অথবা সামান্য অস্ত্র নিয়ে অল্প কিছু লোক একটি বর্ণবাদী গোষ্ঠীর বর্বরতার মুখোশ উন্মোচন করতে পেরেছেন।

ড. রুহানি বলেন, দুঃখজনকভাবে ইরানের মেডিক্যাল টিমকে গাজা উপত্যকায় যাওয়ার অনুমতি দেয়া হয় নি। তিনি আবারো জোর দিয়ে বলেন, অবরুদ্ধ গাজার আহত লোকজনকে চিকিৎসা দেয়ার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। হাসান রুহানি বলেন, ইসরাইল তার ট্যাংক, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র নিয়ে গাজার নারী, শিশু ও বয়স্ক মানুষ হত্যা করছে। তবে, এই অসম লড়াইয়ে ফিলিস্তিনের জনগণ বিজয়ী হবে বলে তিনি আশা করেন।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন