জেরুজালেমে গাজার রকেটে: ১ ইহুদিবাদী নিহত
জেরুজালেমে গাজার রকেটে: ১ ইহুদিবাদী নিহত
গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে পশ্চিত তীরের বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) শহরে এক ইহুদিবাদী নিহত হয়েছে। জেরুজালেমের পুলিশ এ খবর জানিয়ে অবশ্য দাবি করেছে, নিহত ব্যক্তি একজন বিদেশি কর্মী।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড জানিয়েছেন, ‘একটি মর্টারের আঘাতে একজন বিদেশি কর্মী নিহত হয়েছে।‘’ এ নিয়ে গাজা উপত্যকায় গত ১৬ দিনের ইসরাইলি আগ্রাসনের সময় হামাসের নিক্ষিপ্ত রকেটের হামলায় তিন ইহুদিবাদী নিহত হলো। এ ছাড়া, একই সময়ে ইসরাইলি সেনা নিহত হয়েছে ৩১ জন। জেরুজালেম পুলিশ এখনো নিহত ‘বিদেশি কর্মী’র জাতীয়তা ঘোষণা করেনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন