ফিলিস্তিনি রকেট ইসরাইলি এফ-১৬ বিমানে আঘাত হেনেছে
ফিলিস্তিনি রকেট ইসরাইলি এফ-১৬ বিমানে আঘাত হেনেছে
ইসরাইলের একটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান (ফাইল ছবি)
ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজার আকাশে ইসরাইলের একটি এফ-সিক্সটিন জঙ্গি বিমানে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র।
ওই ব্রিগেড জানিয়েছে, গাজার আকাশে দেইর আল বালাহ অঞ্চলে ইসরাইলি বিমানটিতে আঘাত হানে কাসসাম ব্রিগেডের একটি ক্ষেপণাস্ত্র।
ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, ভূমি থেকে ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলি জঙ্গি বিমানটিতে আগুন ধরে যায়, তবে বিমানটি ইসরাইলের পূর্ব দেইর আল বালাহ'তে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণে সক্ষম হয়।
ইসরাইলের সংবাদ ও প্রচার-মাধ্যমগুলো এখনও এ বিষয়ে ইসরাইলের কোনা প্রতিক্রিয়ার কথা জানায়নি।
এর আগে ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ইসরাইলের এক সেনাকে বন্দি করার কথা জানালেও ইসরাইল প্রথম দিকে তা অস্বীকার করে এবং পরে ইসরাইলি সেনা ও সংবাদ সূত্রগুলো সে খবরকে স্বীকৃতি দেয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন