গাজার পশ্চিম তীরে ইসরাইলি পাশবিক হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে বেথেলহেমে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পাশবিক হামলা বন্ধের দাবিতে পশ্চিম তীরের বেথেলহেম শহরে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষো
গাজার পশ্চিম তীরে ইসরাইলি পাশবিক হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে
বেথেলহেমে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পাশবিক হামলা বন্ধের দাবিতে পশ্চিম তীরের বেথেলহেম শহরে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী টিয়ার গ্যাস ও গুলি ছুঁড়লে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় নিহতদের প্রতি সংহতি জানাতে এবং এই নৃশংস হামলার নিন্দা জানাতে ফিলিস্তিনিরা পশ্চিম তীরের রামাল্লা এবং নাবলুসেও ব্যাপকভাবে বিক্ষোভ করেছেন। সেখানেও ইসরাইলি বাহিনীর হামলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি বিক্ষোভকারীরা নিরস্ত্র ও অসহায় গাজাবাসীর উপর বর্বর ইসরাইলি বাহিনীর হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইলি বাহিনীর অমানবিক হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার নিন্দা জানাতে পাকিস্তানের লাহোরে বিক্ষোভ হয়েছে। গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যাকে সমর্থন ও সহযোগিতা দেয়ায় তারা আমেরিকায় বিরুদ্ধেও শ্লোগান দেয়। ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলার বিরুদ্ধে জার্মানি, অস্ট্রিয়া, ব্রিটেন ও জাপানসহ বিশ্বের আরো বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন