তাহিরুল কাদরির বিরুদ্ধে ৭৭ কোটি রুপি কর ফাঁকির অভিযোগ
তাহিরুল কাদরির বিরুদ্ধে ৭৭ কোটি রুপি কর ফাঁকির অভিযোগ
তাহিরুল কাদরি
পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি’র প্রধান তাহিরুল কাদরিসহ মিনহাজুল কুরআনের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ৭৭ কোটি রুপি কর ফাঁকির মামলা করা হয়েছে। এ মামলার কাগজপত্র চূড়ান্ত করেছে দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
দৈনিকটি আরো দাবি করেছে, ডা.কাদরিসহ মিনহাজুল কুরআনের দায়িত্বশীল ১৫ জনের বিরুদ্ধে এ সংক্রান্ত নোটিশ জারির ক্ষেত্রে ইচ্ছা করে দেরি করেছে এফবিআর। এর ফলে অভিযুক্তরা এ নোটিশের জবাব দিতে অনেক কম সময় পাবেন।
নোটিশে বলা হয়েছে, কাদরিসহ অন্যদের বিরুদ্ধে কারণ দর্শানোর চূড়ান্ত নোটিশ ১৬ তারিখে জারি হলেও এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হয় ১৮ তারিখে। জবাব দেয়ার জন্য তাদেরকে মাত্র তিন দিনের সময় দেয়া হয়। মিনহাজুল কুরআনের কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফা দৈনিকটিকে জানিয়েছেন, এফবিআরের এমন অন্যায় পদক্ষেপের প্রতিবাদে ডা.কাদরি ও অন্যরা এ নোটিশের কোনো জবাব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন