হামাস ইসরাইলি শহরগুলোতে রকেট হামলা চালাচ্ছে
হামাস ইসরাইলি শহরগুলোতে রকেট হামলা চালাচ্ছে
হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি ইসরাইলি বাড়ি
দখলদার ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলা চলছে। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বেসামরিক জনগণের ওপর যখন ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলা চলছে তখন দখলদারদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে হামাস।
ইসরাইলের রাজধানী তেল আবিবের পাশাপাশি অ্যাশদোদ, এশকোল, বির গানিম, নিতজাম ও নিতজামিন শহর লক্ষ্য করে আজ (মঙ্গলবার) এক ঝাঁক রকেট নিক্ষেপ করে হামাস। এর জের ধরে নিরাপত্তা বাহিনীর বাজানো সাইরেনের শব্দে এসব শহরের ইহুদিবাদীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তাদের অনেকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যায়।
তেল আবিবের একটি আবাসিক এলাকায় একটি রকেট আঘাত হানলে কয়েকজন ইহুদিবাদী আহত হয় বলে জানা গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন