আমেরিকায় দারিদ্র সীমার নিচে রয়েছে ২৩ ভাগ শিশু
আমেরিকায় দারিদ্র সীমার নিচে রয়েছে ২৩ ভাগ শিশু
যুক্তরাষ্ট্রের একটি হতদরিদ্র পরিবার
মার্কিন যুক্তরাষ্ট্রে ২,০০০ এর দশক থেকে শিশু দরিদ্রতা বাড়ছে। দেশটির ২৩ শতাংশ শিশুই দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলোতে বসবাস করছে। অ্যানি ই. কেসি ফাউন্ডেশনের বার্ষিক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে।
‘কিডস কাউন্ট ডাটা বুক’ নামে একটি প্রতিবেদন তৈরি করেছে ফাউন্ডেশনটি। এ প্রতিবেদন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে জরিপ চালানো হয়েছে। ‘কিডস কাউন্ট ডাটা বুক-এর ২৫তম সংস্করণে দেখা গেছে, দেশটির ২৩ শতাংশ শিশু ২০১২ সাল থেকে দারিদ্রসীমার নিচের পরিবারগুলোতে বসবাস করছে।
অ্যানি ই. কেসি ফাউন্ডেশনের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ম্যাকার্থি বলেছেন, নিম্ন আয়ের পরিবারগুলো এখনো মার্কিন মহা অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার প্রচেষ্টা করছে। মার্কিন সরকারের চিকিৎসা কর্মসূচি খাতে অর্থ বরাদ্দ কমেছে অন্যদিকে বাড়ি ভাড়া ও পরিবহণ খাতের উচ্চ ব্যয় দরিদ্র পরিবারগুলোকে দরিদ্রতার মধ্যেই নিমজ্জিত রাখছে।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার বংশোদ্ভূত এবং মার্কিন আদিবাসী গোষ্ঠীগুলো অন্যান্য গোষ্ঠীর চেয়ে বেশি দরিদ্রতার শিকার হয়েছে। ম্যাকার্থি আরো বলেন, দরিদ্রতার ক্ষেত্রে ব্যাপক বর্ণবৈষম্য কাজ করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন