কাবুলে তালেবান হামলায় ৪ বিদেশি নিহত, আহত ৬
কাবুলে তালেবান হামলায় ৪ বিদেশি নিহত, আহত ৬
ফাইল ফটো
আফগান তালেবানদের হামলায় রাজধানী কাবুলে অন্তত চার বিদেশি নিহত ও ৬ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে যখন দেশটিতে দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করছে তখন এ হত্যাকাণ্ড ঘটলো।
কাবুল পুলিশের প্রধান জহির জহির জানিয়েছেন, একটি ভবনের ভেতরে ব্যায়াম করার সময় এসব বিদেশির ওপর তালেবানরা বোমা হামলা চালায়। তবে, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায় নি এবং তারা আফগানিস্তানে কোন কাজে নিযুক্ত ছিলেন তাও পরিষ্কার নয়।
জহির জহির জানান, তালেবান গেরিলারা মোটর সাইকেলে করে ওই ভবনের চত্বরে ঢোকে এবং বোমা হামলা করে পালিয়ে যায়। কিভাবে তালেবান গেরিলারা ওই ভবনে মোটরসাইকেল নিয়ে ঢুকেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বিদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়ে ন্যাটো বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয় নি।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, ভবনটি মাদক-বিরোধী দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। তবে, নিহত ব্যক্তিরা এ বিভাগের উপদেষ্টা হিসেবে কাজ করতো কিনা তা নিশ্চিত নয়। অবশ্য, অন্য একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হতাহত ব্যক্তিরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে ঠিকাদারির কাজ করতো।
আফগান তালেবানরা এক টুইটার বার্তায় দাবি করেছে, গেরিলা হামলায় ১৫ বিদেশি গুপ্তচর নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন