ইরানের সামরিক শক্তি গড়ে উঠেছে বড় শত্রুকে মোকাবেলার লক্ষ্যে
ইরানের সামরিক শক্তি গড়ে উঠেছে বড় শত্রুকে মোকাবেলার লক্ষ্যে
ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ইরানি ক্ষেপণাস্ত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সামরিক শক্তি গড়ে তুলছে বড় শত্রুকে মোকাবেলা করার জন্য। এ কথা বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি।
তিনি বলেছেন, শত্রুর সম্ভাব্য যেকোনো হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে। দেশের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ সামরিক হুমকি মোকাবেলার চিন্তা থেকে ইরানের সমর শক্তি গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। এ শক্তি যেকোনো দেশের সাধারণ সামরিক শক্তির চেয়ে অনেক বেশি।
জেনারেল জাযায়েরি বলেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো বিশেষ করে আমেরিকা চায় না পশ্চিম এশিয়ায় কোনো স্বাধীন দেশ প্রতিষ্ঠা হোক। পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, গাজা ও পশ্চিম তীরে তারা এ কৌশলই প্রয়োগ করছে।
ইরানের শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার চলমান তাকফিরি তৎপরতা সম্পর্কে বলেন- আইএসআইএল, তালেবান, আল-কায়েদা বা আন-নুসরা সবই শত্রুদের হাতের পুতুল হিসেবে কাজ করছে এবং এদের মাধ্যমে শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদের বীজ বুনতে চায়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন