গাজায় একজন গর্ভবতী নারী সহ ২জন কে হত্যা করেছে ইসরাইল
গাজায় একজন গর্ভবতী নারী সহ ২জন কে হত্যা করেছে ইসরাইল
এক শহীদ ফিলিস্তিনি নারী
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় তিন নারী ও এক শিশু নিহত হয়েছে। নিহত নারীদের মধ্যে একজন গর্ভবতী বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র।
গাজা উপত্যকায় আলাদা দু’টি হামলায় এ চার বেসামরিক ব্যক্তি শহীদ হন। গাজার পূর্বাঞ্চলীয় জেইতুন শহরে ইহুদিবাদী জঙ্গিবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ফিলিস্তিনি নারী নিহত হন। এ ছাড়া, গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুন শহরে ইসরাইলি নরপশুদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলায় এক গর্ভবতী নারী ও এক শিশু শহীদ হন। গাজার জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা এসব খবর জানিয়েছেন।
এ নিয়ে অবরুদ্ধ এ উপত্যকায় বর্বর ইহুদিবাদী বাহিনীর হামলায় অন্তত ৫৩৯ ফিলিস্তিনি শহীদ হলেন। এদের মধ্যে প্রায় ১০০টি নিরপরাধ শিশু রয়েছে। অন্যদিকে গাজা উপত্যকা রক্ষায় নিয়োজিত অকুতোভয় হামাস যোদ্ধাদের পাল্টা হামলায় ২৯ ইসরাইলি সেনা নিহত হয়েছে। প্রায় সব আরব দেশের শাসকরা যখন ভয়ে ইসরাইলি আগ্রাসনের নিন্দা পর্যন্ত জানাচ্ছে না তখন হামাস বীরবিক্রমে ইহুদিবাদী সেনাদের হত্যা করে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন