লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৪৭ জন নিহত
লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৪৭ জন নিহত
সংঘর্ষের সময় বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা যায়
লিবিয়ার রাজধানী ত্রিপোলির আর্ন্তজাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’টি প্রতিদ্বন্দ্বী অস্ত্রধারী গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টার সংঘর্ষে ৪৭ জন নিহত ও অপর ১২০ জন আহত হয়েছেন।
ত্রিপোলি আর্ন্তজাতিক বিমানবন্দর দখলে নিতে পশ্চিমাঞ্চলীয় শহর জিনতান-ভিত্তিক শক্তিশালী অস্ত্রধারী গোষ্ঠী ও ত্রিপোলির পূর্বে অবস্থিত মিসরাতা-ভিত্তিক অস্ত্রধারীদের মধ্যে গত এক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। বিমানবন্দরটি গত বেশ কয়েক মাস ধরে জিনতানের অস্ত্রধারীদের দখলে রয়েছে।
গতকাল (রোববার) দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে এবং এসব হতাহতের ঘটনা ঘটে। লিবিয়ায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকা একনায়ক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে উৎখাত হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন