স্নোডেন বিশ্বব্যাপী মার্কিন আড়িপাতা ঠেকানোর প্রযুক্তি তৈরি করবেন
স্নোডেন বিশ্বব্যাপী মার্কিন আড়িপাতা ঠেকানোর প্রযুক্তি তৈরি করবেন
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বিশ্বব্যাপী মার্কিন আড়িপাতা ঠেকানোর লক্ষ্যে প্রযুক্তি তৈরির পরিকল্পনা করেছেন।
হ্যাকারস অন প্লানেট আর্থ বা ‘হোপ’ নামের এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সম্মলনে মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়েছেন তিনি। এ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
স্নোডেন আরো বলেন, মার্কিন সরকারের আড়িপাতার কর্মসূচি কতোটা ব্যাপক সে বিষয়ে বেশিরভাগ মার্কিন নাগরিকের কোনো ধারণাই নেই। তিনি আরো বলেন, ওয়াশিংটন সরকারের গোপন নীতিমালার বৃহত্তর রূপরেখা জানার অধিকার মার্কিন নাগরিকদের আছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বর্তমানে রাশিয়ায় বিশেষ আশ্রয়ে রয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন