নেতানিয়াহু ইসরাইলের প্রতি সমর্থন দেয়ায় ওবামার প্রশংসা করলেন
নেতানিয়াহু ইসরাইলের প্রতি সমর্থন দেয়ায় ওবামার প্রশংসা করলেন
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তার আগ্রাসী সেনাদের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেছেন।
গাজায় ইসরাইলি হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যখন নীরব ও বন্ধু দেশগুলো যখন তেলআবিবকে সমর্থন দিয়ে যাচ্ছে তখন ইসরাইলের প্রধানমন্ত্রী তাদের প্রতি সমর্থনের কারণে আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি গাজায় হামলা বন্ধ, পরিপূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দী মুক্তির জন্য ফিলিস্তিনিদের দাবি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
এদিকে, গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে মুসলিম দেশগুলোসহ অন্যান্য দেশে বিক্ষোভ সমাবেশ ও ঘৃণা প্রকাশ অব্যাহত রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন