ইসরাইলি সেনা কর্মকর্তা: গাজা যুদ্ধ লেবানন যুদ্ধের চেয়েও কঠিন
ইসরাইলি সেনা কর্মকর্তা: গাজা যুদ্ধ লেবানন যুদ্ধের চেয়েও কঠিন
ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কর্মকর্তা স্বীকার করেছেন, চলমান গাজা যুদ্ধ ২০০৬ সালের লেবানন যুদ্ধের চেয়েও কঠিন বলে মনে হচ্ছে।
‘ফিলিস্তিন সংবাদ’ নামক ইন্টারনেট-ভিত্তিক একটি ওয়েব সাইটে আরো বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলের ওই সেনা কর্মকর্তা গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত বহু ইসরাইলি সৈন্য হতাহত হয়েছে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলি এ সেনাকর্মকর্তা আরো বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হাতে তৈরি বোমা ও আরপিজি ব্যবহার করছে। এসব হামলায় অনেক ইসরাইলি সেনা নিহত হওয়া ছাড়াও আহত বহু সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইহুদিবাদী সেনারা বিমান হামলা চালিয়ে গাজার শত শত নারী ও শিশুকে হত্যা করলেও স্থল অভিযানে হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে মাত্র ছয়দিনে সম্মিলিত আরব বাহিনীকে পরাজিত করলেও গত ১৪ দিনে গাজা উপত্যকার এক ইঞ্চি ভূমিও দখল করতে পারে নি তেল আবিব।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন